মুক্তির মহানায়ক


বাঙালির ইতিকথা যুগ যুগ ধরে ;
এক গৌরব অধ্যায় অভ্যূদয় দিয়ে,
যিনি মহান স্থপতি এ জাতির তরে
শ্রেষ্ঠ বাঙালি তিনিই  সকল হৃদয়ে।
মুজিবই স্বাধীনতা দেশ জানি তাঁরে
সর্বস্তরে সেই নাম লাগে পরিচয়ে,
এক সূত্রে গাঁথা দুই, মানব অন্তরে
কালজয়ী বজ্রকণ্ঠে শক্তি আনে জয়ে।

বঙ্গবন্ধু বাংলাদেশ সমার্থক কথা;
মুক্তিযুদ্ধ স্বাধীনতা অবিচ্ছেদ্য নহে।
মুক্তির মহানায়ক,তাঁর বিনে বৃথা
যত প্রচেষ্টা সবার।তত ডুবে দহে
দীর্ঘ লড়া পরম্পরে ওঠে রবি হেথা;
স্বাধীনতা ঘোষণায়  শক্তি বন্যা বহে।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৬/১২/২০২১