মুক্তিযুদ্ধে নারী

মুক্তিযুদ্ধে নারী কীর্তি কভূ তুল্য নহে;
বৈরিতে সম্ভ্রম নাশে গোটা যুদ্ধ জুড়ে,
নরসম নারীগণে যুদ্ধক্ষেত্রে রহে–
করুণ যাতন মাঝে আত্মদানে লড়ে।
ধরিত্রীর সব কষ্ট মুক্তি তরে সহে;
এমন উপমা রচে কোন্ জাতিধরে!
মাতৃ ভগ্নি জায়া রূপ ক্ষত চিহ্ন বহে;
দেশ রক্ষায় সহাস্যে চলে পরপারে।

ইতিহাসে নারী যশ অদৃশ্য এখনে–
যুদ্ধখাতা প্রতি পাতা নারী কীর্তি লেখা,
বীরত্বগাথা রচনা ভুলি প্রতি ক্ষণে;
মূলধারায় স্থাপনে ভেবে কবে দেখা?
অচিরে বিজয় রথ অভীষ্টে পোঁছায়;
নারী সাথে পাপাচারে পাকি পরাজয়।

   রচনাঃ০৮/০৩/২০২০