—মুক্তি দাও—
    

নির্মম মহা সৃজক,মম বন্দি দশা—
কোন্ আনন্দ তোমার!শুধু অকারণ!
সহস্র অদৃশ্য বাধা ঘিরে নিশিদিন,
জড়ায়ে ধরে জীবন কণ্টক নিরাশা।
ব্যথায় লজ্জায় সদা সহি অপমান
অক্ষম করে গড়েছো নিত্য ভগ্ন আশা,
কেঁদে মরে হৃদমাঝে ক্ষুধিত যৌবন;
শৃঙ্খলিত হাত দু'টি নিষ্কৃতি দুরাশা।

উদাসীন স্রষ্টা মম, তবু ভালোবাসি
ধরিত্রী দর্শন লাগি সুযোগের তরে,
আলো বায়ু জল শস্য— অবারিত দ্বারে;
ফুল ফোটাতে পারিনা, কেনো দিবা নিশি।
শক্তি দাও,স্রষ্টা মম—কলুষ উপড়ি;
রুখ না আমায়,দাও, বিচরণে ছাড়ি।


   রচনাঃ১১/০৬/২০২১