রুদ্র মৃত্যুরূপে গ্রাসে অগ্নি জ্বলে ওঠে
চারদিক প্রকম্পিত মস্ত বিস্ফোরণে,
নিমিষে ছড়িয়ে পড়ে কতেক ভবনে
দাহ্য মসলা ঢালে ঘি ক্ষোভে পড়ে ফেটে।
মাতৃক্রোড়ে জ্যান্ত শিশু অঙ্গার আগুনে;
শতেক জীবন ঝরে ব্যবসায় লাটে,
লন্ডভন্ড বাড়িঘর অগ্নি লেলিহানে
বোমায় গুদাম ঠাসা একযোগে ফাটে।
মৃত্যুপুরী চুড়িহাট্টা বায়ু ভারি বিষে;
নতুন চিতায় প্রাণ জীবন্ত দহন,
বাণিজ্যে হিসেব কষে বিপন্ন জীবন;
অমিলে জীবন খাতা পুড়ছে নিমিষে।
যত্রতত্র কেমিক্যাল পুরাণো দোকান;
ক্রন্দনে বিচার বাণী অগ্নি পোড়া লাশে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
----রচনাঃ২১/০২/২০১৯
(পুরাণ ঢাকার ভয়াবহ অগ্নিকান্ডে।)