যৌন পীড়ন হত্যাযজ্ঞ চলে নিষ্ঠুরে;
আত্মহত্যা প্ররোচনা ঘটে নিশিদিনে,
প্রমাণ কাঁদে আইনি ঘোরপ্যাঁচে পড়ে;
আঁতাত অনিয়মে সংহার সম্বলহীনে।
মামলার রশি ঝুলে বাদী আশে মরে;
পুরো মানচিত্র পাল্টে যায় দীর্ঘদিনে।
মৃত্যুই সত্য কেবল ভুক্তভোগী তরে;
ব্যর্থতার পদধ্বনি উদ্দেশ্য প্রমাণে।
যতসব অপকর্ম ভিন্নখানে ঘটে-
সাক্ষী মেলা ভার এ তল্লাটে নাহি পায়;
কেউ অসহায়ে কেউ বা ডুবে লজ্জায়,
গাফেলতি তদন্তে মামলা ওঠে লাটে।
নিষ্ঠুরে বলি পূর্বাহ্নে মরে বেঁচে যায়;
শ্রান্ত বিচারহীনে লাঞ্ছিত ঘাটে ঘাটে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
-----রচনাঃ১৮ মে,২০১৮