মৃত্যু উপত্যকা
নিষ্ঠুরতম খেলায় মেতে ওঠে
নর পিশাচের দল।
পিছন থেকে চালায় হত্যাযজ্ঞ
সম্মুখ সমরে সাহস নেই,
জনতার রক্তে রঞ্জিত রাজপথ
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ উড়ে যায়
সৃষ্ট মৃত্যু উপত্যকায়।
স্রষ্টার আরশ কাঁপে থর্ থর্
মানব ঢালে নেতা রক্ষা পায়!
শত শত নেতাকর্মী শরীরে
স্প্রিন্টার বহন করে বেড়ায়
যাতনায় কেউ কেউ জীবনের যবনিকা টানে ;
কেউ বা ধুঁকেধুঁকে মৃত্যুর প্রহর গুনে,
রাষ্ট্রযন্ত্রের ছত্র ছায়ায় কাপুরুষিত আচারে!
এরা মানবতা গণতন্ত্রের বুলি আওড়ায়
উপহাস করে পবিত্র আইন সভায়!
দগদগে কলঙ্ক দাগ ওদের গায়
ওদের স্থান নাই বঙ্গবন্ধুর সোনার বাংলায়।
—অধ্যক্ষ দেলওয়ার হেসেন শিকদার
রচনাঃ ২১ আগস্ট, ২০২৩। ঢাকা।
( বিভীষিকাময় একুশ আগস্ট স্মরণে)