মৌমাছির ব্যথা
সারাদিন বন বনান্তে ওড়ে
কঠোর শ্রমে মৌমাছি দলে,
খুঁজে বেড়ায় সবে
কোথা পুষ্পরাজি মেলে।
দলবদ্ধে ফুলে ফুলে
সারাক্ষণ করে বিচরণ,
নির্যাসটুকু নেয় তুলে
মুখে মুখে মধু আহরণ।
মৌচাকে ফিরে সঞ্চয় আশে
পরিপাটি আগামীর সংরক্ষণ,
চাক ঘিরে প্রহরায় রত
একে অন্যের জড়াজড়ি যাপন।
তাই দেখে শেয়াল মামা
লোভ কভু নারে সংবরণ,
নিরাপত্তার কাদা মেখে
চাক ভেঙে মধু খান।
সৃষ্টি সেরা জীব খুশিমনে
নেয়ামত নিতে নিঠুরে আচরণ!
অগ্নি সংযোগে হানা দেয়
দহনে কতেক যায় প্রাণ।
ক্লিষ্ট পথে শ্রমে মৌমাছি
তিলে তিলে গড়া সঞ্চয় যত,
হারিয়ে চলে অন্য কোথাও
সেথাও বুঝে না কেউ ব্যথা কত-শত!
রচনাঃ ১৯ জুলাই, ২০২৪।