মরু বাগিচার ফুল
(ইসলামী গীতি কবিতা)
এক ফুল ফোটেছিলো মরুর বাগিচায়
তার সৌরভে মাতোয়ারা রবের মহিমায়।
মরুর বুকে আসে আলাভী
ছড়িয়ে পড়ে তাঁর সুরভি,
মোহাম্মদ নামের সেই ফুল আসলো ধরায়।।
দিকে দিকে যেন কুসুম্বি
জাগে ইসলাম সেই শোভী,
আলোয় আলোয় কাটে আঁধার গোটা দুনিয়ায়।।
কলেমার ওই শাহাদাত বাণী
শক্ত ভিতে দাঁড়ায় ঈমানী
ইসলামের পতাকা তলে
আসে মানুষ দলে দলে
আখেরি নবীর আমন্ত্রণে নামে আল্লাহর রাস্তায়।।
শত পীড়ন শত যাতন
নবী মুহাম্মদ সবই সহেন
সব বাধা উপেক্ষিয়া আসে ইসলামেরই বিজয়।।
রচনাঃ ৮ মার্চ,২০২৫ (৭ রমজান)।