চলেছি মায়ায় সুগন্ধ স্বপনে ভেসে;
চিকচিকে রোদ গবাক্ষে আল্পনা আঁকে
বিহঙ্গ কূজন কর্ণে বারে বারে আসে,
প্রাতঃ সমীরণ স্নিগ্ধের পরশে ডাকে।
সবুজ দিগন্ত দেখি নয়নে হরষে
বিটপী জড়ানো তৃণলতা সব বাঁকে;
নাহি ছেড়ে যাই অনন্তে থাকি পরশে,
মমতার পৃথ্বী ভানুরূপে তার বুকে।
বিচিত্র ভুবন!পাদপ পল্লব ঝরে
বৃক্ষলতা দহে সব চিতায় উনুনে;
সুযোগ কোথায়?বসুমতি রহিবারে!
স্মৃতি ভিড় জমে শুধু সিক্ত হৃদ কোণে।
পৌরুষ পবন বাধা নাহি মরিবারে;
চলিঞ্চু ধরিত্রী চলে চিরসত্য মেনে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৭/০১/২০১৯