মরি ব্যর্থতায়
(সনেট)
মম স্বপনের বাংলা তোমার গগনে
চিল শকুন ছোঁ মারে কেন বারে বারে!
উন্মত্তের হিংস্রতায় তড়িৎ কম্পনে
দিগ্বিদিক ছুটে আসে ঝাঁকে ঝাঁকে উড়ে।
অসহ্য নীড়ে এসব কষ্ট সীমাহীনে
অবারিত লালা ঝরে হৃদপিণ্ড ছিঁড়ে
খাবার সুযোগ খুঁজে কোথায় কুক্ষণে!
প্রবল রক্ত নেশায় ক্ষুধার্ত সীমারে।
কী বুঝবো আমরা তুমি কি শ্মশান?
পচা-গলা গন্ধময় শুধু কোনো শব!
টেনে-হিঁচড়ে ভক্ষণে হায়েনা শকুন!
প্রচন্ড রূঢ় উল্লাসে করে কলরব।
তাহলে বাঁচুক ওরা শরীরে তোমার ;
মরে যাই মোরা সবে দায়ে ব্যর্থতার।
২৬ নভেম্বর, ২০২৪