যেদিন দেখবে না মোর ছায়াখানি এই গাঁয়ে,
আমি বাজাবো না বাঁশের বাঁশি সেই নায়ে।
ছেড়ে দেব আনাগোনা চলে যাব গো-
চলে যাব পথ অজানা কেউ আমারে চিনিবেনা
এই বায়ে-
সেদিন মোরে কেউ কি মনে রাখবে
গগন প্রতি তাকিয়ে রয়ে কেউ কি মোরে খুঁজবে।
যেদিন পড়বে ধূলি পড়ার ঘরের বইতাকে
লতাপাতা ঘিরবে গৃহের চারদিকে
আহা,খেলার মাঠে চষবে চাষা খেলাধূলার সর্বনাশা-
ইদুর এসে কাটবে বই সেই ফাঁকে
সেদিন মোরে কেউ কি মনে রাখবে-
গগন প্রতি তাকিয়ে রয়ে কেউ কি মোরে খুঁজবে।
যেদিন পাঠশালে থাকবো আমি গরহাজির
পঠন-পাঠন চলবে চলবে গো আজও যেমন সব হাজির
আহা,উড়বে নিশান প্রাণের গানে মুখরিত জ্ঞান অঙ্গনে-
দেখবে সবে স্বদেশ প্রেম নজির
সেদিন মোরে কেউ কি মনে রাখবে-
গগন প্রতি তাকিয়ে রয়ে কেউ কি মোরে খুঁজবে।
সেদিন এমন ভাবেই বইবে বায়ু সবখানে
ঊষাবেলা বিহগে গাইবে শাখে কূজনে
আহা,নদীর বুকে চলবে তরী সোনার ধানে ওঠবে ভরি-
চলবে রাখাল গোয়াল পানে
সেদিন মোরে কেউ কি মনে রাখবে-
গগন প্রতি তাকিয়ে রয়ে কেউ কি মোরে খুঁজবে।
রচনাঃ১১/১০/২০১৯