মন উদাসী
(গীতি কবিতা)
মন উদাসী যায় রে উড়ে বিজন সাগর তীরে
সেথা যেতে আশা জাগে পাবো বুঝি তারে।
গহীন বনে বিহগ সুরে
হৃদয় মম ব্যাকুল করে রে
কেমনে সইবো বলো মন থাকে না ঘরে।।
দেখা পেলে দিয়ে আসতাম নীপ ফুলো মালা
হৃদয় মাঝে জ্বলে আগুন নিভায় কে রে জ্বালা!
বসে আছি তার তরে নিশিদিন প্রাণ কাঁদে রে।।
কোথায় গেলে তারে মেলে
সে কথা কেউ নাহি বলে রে
জনম জনম রবো পড়ে তারই আসার তরে।।
সর্বস্বত্বঃরচয়িতার
রচনাঃ ২০ আগস্ট, ২০২৩। ঢাকা।