।। মহিমা নিলয়।।

একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্ব মাঝে;
অসীম রহস্য ঘেরা এই দরবারে,
নীরবে বিজনে একা কোন্ ধ্বনি বাজে!
মহিমা নিলয়ে সব বিশ্বনাথ ঘিরে।
অগণ্য এ দীপ্ত লোকে  যোগ্য নহি কাজে
অনন্ত এ ধরাতলে বাস  খেলাঘরে,
সাঙ্গ হবে খেলাধূলা ফিরে যাবো সাঁঝে
স্তব্ধ সব কোলাহল মগ্ন চরাচরে।

প্রভূর এ লীলা-খেলা বুঝে কোন জনে?
নৃপতি ফকির বনে নিঃস্ব রাজ্য পায়;
অহর্নিশ খাটে চাষা লাটে মধু খায়,
কপটে বৈভব ধরে সাধু অনটনে।
জীবন দেবতা তুমি বিচিত্র বিস্ময়!
এ জগতে তোমা বিনে ঘটে কি কখনে?


   রচনাঃ০৭/১২/২০১৯, ঢাকা।