মোগো বরিশাল
(আঞ্চলিক রম্য কবিতা)
ন্যাভাই ধান পান সাগর খাল
বিভাগ বরিশাল।।
পউট্টাখালী বরগুনা ঝালকাডি ভোলা
পিরোজপুর বরিশাল এই মোগো জেলা।
এমন সুন্দর ছবি দ্যাখতে
লাগে বড় কপাল।।
সিঙ্গাপুর দ্যাখতে অইলে
পউট্টাখালী আইয়েন
পায়রা বন্দর বিদ্যুৎ কেন্দ্র ব্রিজের বাহার
রাস্তা ফোর-সিক্স লেন
শহিদ মিনার দেইক্কা কিন্তু
ভিরমি দিয়া পরবেন,
সাগর কন্যা কুয়াকাডায়
পর্যটকের নামে ঢল।।
দালানের মত লঞ্চগুলা
মোগো দ্যাশে চলে
কোডার মধ্যে হুইয়া থাহি
য্যানো আরামে হোডেলে।
ভোলা বরগুনা পউট্টাখালী
সাগরের মাছ পাইবেন
পাইকারি সদায় কেনতে
ঝালকাডি যাইবেন,
নাহিল সুবারি আমড়া হবরি
পিরোজপুরে লইবেন;
নানা পদের মাছে ভরা
বরিশাইল্লা নদী ডোবা বিল।।
খালে ভাসা নাও ডিঙিতে
হবরির বাজার মেলে
বিদেশ ছাড়া কোমনে আর
এ্যামন বাজার চলে!
কত রহম হাপলা ফুল
ফোডে বিলে খালে
লাল রঙের হাপলা ফুলে
মন যায় সাতলার বিলে।
অতিথ কদরে মোদের
সুনাম আছে বহুকাল।।
লেখক কবি শিল্পী নেতা
জ্ঞানী গুণীর জন্মস্থান
শেরেবাংলা আলতাফ মাহমুদ
অশ্বিনী দত্তের বাসস্থান,
জীবনানন্দ সুকান্ত মুকুন্দ আহসান
মোগো মাডি অইলো গুণীদেরই থান;
বীর শ্রেষ্ঠ মতিউর মোস্তফা কামাল
অমর কবি বেগম সুফিয়া কামাল
তাঁদের সবার অমর কীর্তি রয় সাল সাল।।
রূপে গুণে দ্যাকতে ভালো
বরিশাইল্লা ঠান্ডা মাইয়া
কত জাগাইদ্দা প্রস্তাব দেয়
বিয়ার লইগ্গা আইয়া,
বরিশাইল্লা পোলা য্যানো
আগুনের গোলা
হগল মাইয়ার বাপের কাছে
একশো টাহা তোলা।
ঝগড়াঝাটি কোদাকুদি
না করে বরিশাইল্লা মানু
ঠাস কইরা মাথার উপর
দেতে পডু কেনু,
উব্বুরাই পইড়্যা যায় রে
ক্যামন লাগে মনু!
রাগের চোডে উইঠ্যা কয়
মারলো মোরে কেডা?
আশপাশে চাইয়া দ্যাহে
এক বরিশাইল্লা ব্যাডা;
ভয়ের চোডে দৌড় দেয় উইট্টা একটা ফাল।।
রচনাঃ ১৮ অক্টোবর, ২০২৪।