মধু বসন্তে
(গীতি কবিতা)
মধুর এ বসন্ত ক্ষণে ঝিরিঝিরি সমীরণে
পিকের কুহুতানে
হৃদয় ছুয়ে যায়।
কুঞ্জে কুঞ্জে কুসুম হাসে শিশিরে ঝলক দূর্বাঘাসে
সুখ সাগরে মন ভাসে
যেতে চায় অজানায়।।
জোছনা যামে বাজে বাঁশি সহে না সর্বনাশী
হেথায় যেন ছুটে আসি
মন ফিরতে না চায়।।
বসন্তের এ সুখ লগনে কার বাঁশি বাজে প্রাণে
হৃদয় ভাঙ্গে দুখি জনে
তবু ফিরেও না তাকায়।।
—স্বরচিত
রচনাঃ১৯/০৩/২০২১