মিথ্যার প্রতাপ
( সনেট)
মিথ্যার প্রচন্ড স্বর প্রবল প্রতাপ,
সত্য কাঁদে অসহায়ে কাঁদে এ সমাজ!
অসত্যে সম্মান পায় কিসে মহাপাপ?
প্রতিরোধ্য নয় মিথ্যা, নাই নেত্রে লাজ।
অসত্যের দাবানলে পুড়ে ছারখার!
বিষাক্ত ভারী বাতাস গোটা পরিবেশ
নিঃশ্বাসে অস্বস্তি যেন বাঁচতে দুষ্কর!
মিথ্যার বসতি হেথা সত্যে জোটে শ্লেষ।
জোর যার স্থান তার মিথ্যার রাজত্ব,
প্রচন্ড দাপটে পিষ্ট সত্যের কথন!
খুঁড়িয়ে ঘুরে দাঁড়ায় কোনো কোনো ক্ষণ,
তৎকালে ক্ষত সত্য বিশ্রী অনায়ত্ত।
মিথ্যার রাজত্বে ঘটে অপদস্ত সত্য ;
আখের গোছাতে ব্যস্ত বিচ্যুত উন্মত্ত।
রচনাঃ ১৯ অক্টোবর, ২০২৪।