মিলন বাগ
(সনেট)

ফোটেছে অযুত ফুল মিলনের বাগে
সৌরভ ছড়ায় তার গোটা বিশ্বময়,
মোহিত হতে চাওয়া বাঙালি হৃদয় ;
মধুপ গুঞ্জনে ভাসে সবে অনুরাগে।
নব নব পুষ্প ভরা খুশ বাগিচায়
পরশে হরষে ধন্যি জ্ঞানে ওঠে নগে,
নানা প্রজন্ম আগম দেশাত্ম জাগায়;
চেতনার বহ্নি শিখা জ্বলে যোদ্ধা ত্যাগে।

প্রতিবর্ষ আসে ক্ষণ চৈতন্য উন্মেষে
রঙিন ভূষণে ভরে ভাষা তীর্থ ভূমি,
লোকারণ্য জ্ঞানক্ষেত্র হেরিবার আশে
সব বয়সী মিলনে উত্তাল উরমি।
লেখক পাঠক রচে মায়ার বাঁধন;
মাতৃভাষা লাগি এক এ বিস্ময় টান।

  রচনাঃ১৯ ফেব্রুয়ারি,২০২৪(ঢাকা)।