নিশি ভরা গ্রহ তারা নিঃসীম গগন,
বিস্ময়ে জাগে হৃদয়, বসতি হেথায়!
সেই খানে উড়ে যাবে বিশ্বভরা প্রাণ?
শিশুকালে গল্প শুনে ভাসি কল্পনায়।
অজানা তাই জানতে করেছি সন্ধান,
ইন্দু-রবি ঘূর্ণি জাদু ভুবন দোলায়;
জোয়ার ভাটার টানে নদে আসে বান,
ধরার বুকে সবই লেগেছে বিস্ময়;
তারই মাঝে খুঁজেছি কোথা মম স্থান।
পুষ্প গন্ধে পুলকিত মাতোয়ারা মনে-
পা ফেলেছি দূর্বা ঘাসে কাদা জলে মিশে;
ধরিত্রীর রূপরস দেখেছি নয়নে,
মতান্তরে হানাহানি নাহি ভুলি দ্বেষে।
সাঙ্গ হবে সব কিছু এই খেলাঘরে;
মিছে ক্ষণিক মমতা বসুমতি তরে।
রচনাঃ০৬/১১/২০১৯,ঢাকা