মেয়েদের স্বাধীনতা!
(সনেট)

মেয়েদের  স্বাধীনতা কেতাবী কথন!
মত প্রকাশ ক্ষমতা এ সমাজ হরে
ডিজিটাল যুগে বন্দি পুরুষ  পিঞ্জরে,
কতেক উপমা বিনে অসার স্বপন।

জ্ঞান-বিজ্ঞান চর্চায় সমৃদ্ধ ভান্ডারে
পুরুষ সমানে আজি নারী বলীয়ান
তবুও ভাগ্য লিখন! ফেরাতে না পারে,
সমাজ রীতিতে রুদ্ধ  ইচ্ছার ফলন।

ভার্সিটি পড়ুয়া কন্যা সিদ্ধ ধর্ম কর্মে
বিয়ের প্রস্তাব দেয় বিত্ত পরিবার,
পাঠ চুকানোর শর্তে প্রস্তাব অধমে;
অর্থ গরীমা ধর্মান্ধে ডুবে কদাচার।

নিগ্রহ হেন আচারি বাঁচাতে সমাজ;
চারটি বিয়ে জায়েজ, নাই কোনো লাজ!

  রচনাঃ২৯ জুন,২০২৪।