মেয়ে
(সনেট)

কী শাপে জন্মিলে ঘরে দুহিতা আদুরে,
মায়া মমতায় পুষে যতনে যতনে;
যথাসাধ্য চেষ্টা থাকে বায়না মেটানে,
মাতৃরূপ পিতৃ তরে দিনেদিনে বাড়ে।

কন্যা বিনে গৃহখানি পতিত আঁধারে!
দীপ্তি পায় গোটা গেহ তার আগমনে,
আত্মজা বাড়ায় মায়া প্রতি ঘরে ঘরে;
আলয়ে মমতা স্নেহে স্বর্গ সুখ আনে।

নিজ গৃহ পর হয় কোনো একদিন!
ক্ষণিকের মায়াজাল ছিন্ন হয়ে যায়;
হৃদয় ভেঙ্গে চৌচির মাতৃ-পিতৃে হায়!
অতিথির রূপ ন্যায়  পিতার সদন।
আদুরে দুহিতা ত্যাগ ছিড়ে হৃদপিন্ড;
কন্যা হয়ে জন্ম নেয়া যেন তার দন্ড।

  রচনাঃ২৮ জুন,২০২৪।