ছেলেবেলার মেঠো পথের গাঁয়
সেথায় মম হদয় কেড়ে নেয়।।
ধুলি ধূসর কাদা নীরে
খেলেছিনু বালু চরে
লোনাজলে সাঁতার কাটি
আজি হেথায় নিয়ে
যায় রে আমায় এ কোন মায়ায়।।

নদী তটে গোধূলিতে  সাঙ্গ করি খেলাধুলা
যতনে বাঁধবো বলে গোয়াল পানে ছুটে চলা
বেলা শেষে লন্ঠন নিয়ে
পাঠে ডুবি বইয়ের পাতায়
আজি স্মৃতি পটে ভেসে বেড়ায়
হারানো দিনের  সেই ছবির মালায়।।

যামিনীর শুভ্র জ্যোৎস্নায়
স্কুল মাঠে সবাই মেতে
ছুটে যাওয়া ফানুস পিছু
দৌড়ে সবে ধানের ক্ষেতে
ভুলিতে নারি কোনো মতে
মন মম নিয়ে যায় রে সুখ সাগরের নায়।।


     রচনাঃ৩ আগস্ট,২০১৯