--মেঘ তুমি কোন্ আলয়--

আকাশ চুমি দাঁড়িয়েছো তুমি দৃষ্টি নন্দনে
এত অপরূপ হেরিনু কভু মম দু'নয়নে।

আঁখি পল্লব নাহি পড়ে
হরিৎ রূপের ঝরণা ঝরে
তব অম্বর উথলি ওঠে কৌমুদী কিরণে।।

মেঘ তুমি কোন আলয়
ভেসে আসলে কুমুদ ভেলায়
গিরি সঙ্গমে ভরালে তারে চুম্বনে চুম্বনে।।

আঁখি সুখে মম হৃদয়
পুলকে চকিত গিরি মালায়
উড়ে চলি চূড়ে চূড়ে গহন স্বপনে।।

এত সুখ মাঝে দাও বেদনা
তোমার হিয়ায় নেই করুণা
বিষের দেয়াল গড়েছো সীমা রেখা টেনে।।

   রচনাঃ২২/১২/২০১৯
   (মেঘালয় গিরি তলে।)