------------মায়াময় গ্রামছবি--------

জলাশয় নীরে হংসনাদ সন্তরণে
আঁখি জুড়ানো শাপলা-পদ্ম খালে বিলে;
সবুজ পল্লবে সুনিবিড় ছায়াঘনে,
নৌকা চলে দু'তীরে ফসলে ঢেউ খেলে।
ছ'রঙা সাজে মম গ্রাম হেরি স্বপনে;
বর্ষা সিক্তে লুটোপুটি কাদা মাটি জলে,
বৃক্ষ-লতা ফুলে ফলে পাখির কূজনে
ধানের মৌ মৌ গন্ধে হরষে মন দোলে।

হরিত গ্রাম ছবি সৃষ্টে জগদীশ্বরে,
আত্মার বন্ধনে সবে যাপিত জীবনে;
সারল্যে শান্তি নীড় রচে শীর্ণ কুটিরে,
পরস্পরে জড়াজড়ি দূর্দৈব,পার্বনে।
উদাসী মন হারায় মেঠো পথ ধরে;
দূর্বাঘাসে শুয়ে তাকাই গগন পানে।

------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ১৮/১০/২০১৮