মায়া নীড়ে
(গীতি কবিতা)
তোমার হৃদির গভীরে কন্দরে কন্দরে
রেখো তুমি মায়ায় নীড়ে।।
শাঁখে খগে আপন কুলায়
শান্তির দ্যুলোক রচে সুখের দোলায়
তেমনি আমার বাসনা পুরাও
হৃদয়ের গহীনে থাকো জুড়ে।।
কুশে খাকে বাঁধন ধরায়
মিলনের মধুরেণে খুশির বন্যায়
এমনি আমার গভীর মায়া
সুখভরে নাও অন্তরে।।
বল আমি ভুলে যাবো
বরষার জলে প্রেম নিভাবো
নিও হৃদের ব্যাকুল বাণী
যদি পারো ক্ষণতরে।।
রচনা ১৬ জুলাই, ২০২৩