শতফুল মাতৃভাষা ফোটে বিশ্বজুড়ে;
ফোটায় বাংলার দামাল সূর্য সন্তান,
সভ্যতার ভিত রচে বাঙালির তরে;
বুলেট সম্মুখে বুক পেতে আত্মদান।
নিছক পুষ্পাঞ্জলি কী শহিদ মিনারে?
কাঠামো কহে উন্নত শিরে বলীয়ান।
শহিদ রক্ত চলে মুক্তির পথ ধরে;
ভাষার গৌরবে দৃঢ় শপথে চেতন।
বর্ণবাদী সম~ ভাষা দমনে যে জনে
বঙ্গ বিবেক পরাভূত হবার নয়,
নহে কোন দেশকালের এ আত্মদানে;
দেশে দেশে শহিদ মিনারে ভরে যায়।
জাতিসংঘে ভাস্কর্য শ্রদ্ধার নিদর্শনে;
স্বপ্ন শিক্ষা দুখ সবই মাতৃভাষায়।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০৩/০২/২০১৯