মাতৃ মায়া
(গীতি কবিতা)
মায়ের বিয়োগ ব্যথা এত যাতনা!
নিশিদিন অশ্রু ঝরে আর সহে না।
গভীর রাতে মনে পড়ে
বালিশ ভিজে অশ্রু নীরে,
সব ভুলে যেতে পারি মা তোমায় পারি না।।
দিবা রাত্রি সন্তান সুখে
ক্লোশিত জীবন যাপে দুঃখে,
কত কষ্টে বড় করলে সন্তান জানে না।।
অসুখে কাটে বিনিদ্র রাতি
আপদে শিরে মায়ার ছাতি,
তোমার মায়ার আঁচলখানি আর এখন পাই না।।
বিধাতা তুমি হও গো সহায়
জনম দুঃখির লাগি সদয়,
জন্মদাত্রী মায়ের দয়ার তরে সাড়া দাও না।।
রচনাঃ ১২ ডিসেম্বর, ২০২৪।