মাতৃ হত্যায় পুত্র
(সনেট)

ছেষট্টি বসন্ত গতে,খুঁজি মাতা পড়ন্ত বেলায়!
ভূলোক বেহেস্ত অস্তে, অশ্রু ঝরে বিনিদ্র রজনী,
সনাতন ধর্ম বাণী—স্বর্গ চেয়েও শ্রেয় জননী
মাতৃ চরণ তলে জান্নাত মিলে খোঁজো সেথায়।

স্বহস্তে জান্নাত প্রাণ, আহা! পাপিষ্ঠ পুত্র নিভায়!
সব সুখ তুচ্ছ করে—শুনতে ব্যাগ্র মা ডাক ধ্বনি,
কুলাঙ্গার! তব হেতু, পুত্রগণ দোষী এ ধরায় ;
মায়ের কাঠগড়ায়;আসামি সবে  বুঝে কি খুনি?

যত জ্বালা কষ্ট ক্লেশ, শত ত্যাগে মাতৃগণে সুখী,
পৃথ্বীর আলো দেখায়—দশ মাসে নিজ রক্ত ক্ষরে!
নিরন্ন যাপে জীবন, ক্ষুধা নিভারি সন্তান তরে ;
মায়ার আঁচল পেতে আগলে রাখে জনম দুঃখী।

রুদ্ধশ্বাসে প্রাণনাশ! কী কষ্ট পেলে মা মৃত্যুক্ষণ?
কাঁদতে পারি না আর! মাতৃ তরে লজ্জিত সন্তান!


  রচনাঃ ১৪ নভেম্বর, ২০২৪।
(দুপচাচিয়ায় সাদ নামের এক কু-পুত্র মাকে খুন করে ফ্রিজে রেখে দেয়।)