মাটির তলে শয্যা
(গীতি কবিতা)
জনম তরে মাটির তলে শয্যা হবে
কাদা নীরে দেহখানি মিশে যাবে।।
কেন এত বিত্ত বিভবে অহংকার
কেউ আপন নাই রবে সবাই হবে পর
সব ফেলে একদিন তাই যাবে সবে।।
বিলাসবহুল প্রাসাদ ছেড়ে
ঠাঁই হবে অন্ধকারে মাটি ঘরে
কামড়ে কামড়ে তনুখানি কীটে খাবে।।
নাই আলো নাই বায়
বিজনে চিরবাসী হবে হেথায়
মাটির চাপের প্রলয় বেদন কেমনে সইবে।।
ভবের আদুরে শরীর না থাকে রে
পূতিগন্ধ গলিত হয় মাটির তরে
মিলে গিয়ে তার 'পরে বৃক্ষ ওঠবে
দিনে দিনে সব স্বজনেরা ভুলে যাবে।।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১২/৪/২০২২
ডালবুগঞ্জ