—মাটির শয্যায়—
      

মাটিতলে গৃহ হায়!অনিবার ক্ষণে
কাদা নীরে বিছানায় অনন্ত শয়ন,
অাঁধারে প্রদীপ ছাড়া নব আবাসন,
একাকীত্বে কাটে দিন আত্মীয় বিনে।
দন্ডিতের প্রকোষ্ঠ, নেই বাতায়ন
পঁচে গলে বিভৎস—গন্ধ অসহনে,
কীটের ঘর বসতি কঙ্কাল পীড়ন
নির্দয়ে কামড়ে দেহ ব্যস্ত ভক্ষণে।

'মম বিত্ত সব নাও, বাঁচাও আমায়'
নিস্ফল আকুতি হায়!শীর্ষ ধনাঢ্যের,
বৈভব সবই রয় মৃত্তিকা ওপর;
শূণ্য হাতে ফেরে সবে মাটির শয্যায়।
হানাহানি দ্বেষ শুধু মিথ্যে ধরাতলে;
মৃত্যু স্বাদ অনিবার ঠাঁই মাটিতলে।

  
     রচনাঃ২১/০৪/২০২১