মনুষ্যত্ব বিলোপনে বাজে শঙ্কা ধ্বনি;
সহিষ্ণুতা নিপতিত দাম্ভিক আচারে,
মানবতা মৃত্যু ঘটে প্রায়ঃশই শুনি;
মুক্তবুদ্ধি চর্চা লাগি উচ্চ শিক্ষাগারে।
মরণ থেকেও প্রশ্ন কষ্ট কতখানি
মৃত্যুপূর্ব প্রাণে পায়, নির্দয় প্রহারে!
মাতৃ-পিতৃে হৃদ জ্বালা জানে কি খুনি?
এক দীপ নিভে যায় নিভালে কত রে।

কালো মেঘ ভিড় জমে সমাজ আকাশে;
সৃষ্টি সেরা জীব কাজ পশুত্ব অধমে!
মানবিক গুণে সৃষ্ট অন্তর উত্তমে;
সুরক্ষার তরে শিক্ষা নেইকো সকাশে।
পাথর গলে তবুও গলেনা পাষাণ;
বঙ্গবন্ধু গড়া ভূমে রোধ এ হনন।

   রচনাঃ১২/১০/২০১৯