মনের দ্বার
(গীতি কবিতা)

স্মৃতিময় ফেলে আসা সেদিন সে লগন
ফিরে আসে না কোনোদিন ।।

আবেগে শুক শারি
পুলকে গগন উড়ি
রঙিন ফ্রেমে কভু হয় না দর্শন।।

ক্ষণে ক্ষণে স্মৃতিরা হারায়
পলে পলে দিন চলে যায়,
আসে শীত আসে বসন্ত
গ্রীষ্ম বরষা শরৎ হেমন্ত,
কেন যে রয়না কেউ চিরদিন।।

আজ তুমি রও যত দূরে
ভুলে যেতে পারবে কি মোরে,
হৃদয়ের ভাষায় বলে সে কথা
তবু তুমি রও সেথা অযথা,
মনেরই দ্বার খুলে ভুলাও যাতন।।

রচনাঃ ৯ ডিসেম্বর, ২০২৪।