মন মানে না
(লোকজ গীতিকবিতা)

পিঞ্জরে তাই যাব কেমনে রে
বন্ধু তারে শুধাও না
তার সঙ্গ বিনে পোড়া মনে শুধাইলে  শোনে না।।

নিজে নিজে গাঁথছি জালে রে
বন্ধু নিলাম সব বেদনা
উদাস হৃদয় ভেঙ্গে চুড়ে যায়
তোমার  দেখা মেলে না।
তার সঙ্গ বিনে পোড়া মনে শুধাইলে শোনে না।।

প্রেম অনলে পোড়াইলা বন্ধু রে
তবু  হুতাশনে নাই যাতনা
কত পোড়ালে অঙ্গার হবে সে কথা জানিনা।
তার সঙ্গ বিনে পোড়া মনে শুধাইলে শোনে না।।

প্রেম পিয়াসী নিঃস্ব মনে রে
বন্ধু করো না আর ছলনা
চাঁদের কিরণ সুরুজ দীপন
দেখতে মন মানে না।
তার সঙ্গ বিনে পোড়া মনে শুধাইলে শোনে না।।  


  রচনাঃ১৪ সেপ্টেম্বর ২০২৩