------মহাপ্রলয়ের স্মৃতি-------
দুঃখগাথা ধ্বংসযজ্ঞ স্মৃতি পটে ভাসে;
বেদনার্ত হৃদয় প্রচন্ড ঘূর্ণিঝড়ে,
গুচ্ছে গুচ্ছে মেঘের ঘনঘটা আকাশে;
উন্মত্ত বায়ু বৃষ্টি পাল্লা ধরিত্রী তরে।
যেন মত্ত মাতঙ্গের দাপট সরোষে
কেশর ফোলা সিংহ বুঝি হামলে পড়ে
চুরমার মহাপ্রলয়ের জলোচ্ছ্বাসে,
তান্ডব লীলা চিহ্ন ঘর-বাড়ি প্রান্তরে।
শিউরে উঠি ভয়ঙ্করে নিঃসঙ্গ ক্ষণে;
খড়কুটা বনে উর্মীর দোলায় ভেসে
তমসাময়ী প্রলয়ের রূপ দর্শনে,
ধ্বংসস্তূপে নিষ্প্রাণ জীবাত্মা আশেপাশে।
প্রকৃতি মাঝে শান্তির প্রলোপ যেমনে;
আছে সংহার তান্ডব নৃত্য ভরা বিষে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২১/১০/২০১