—মহাকবির শ্রেষ্ঠ কবিতা—
শাসক চক্রের চলে গড়িমসি
বাঙালির নেতৃত্ব মানতে না চায় আগ্রাসি,
বৈঠকের নামে চলে সময় ক্ষেপণ
বাংলাদেশ মহাকাব্যের কবি বুঝলেন।
জনতার ঢেউ উথলে ওঠে ময়দানে
মহাকবির শ্রেষ্ঠ কবিতা রচেন সবার সামনে।
কী!জ্বালাময়ী পংক্তিমালা যেন অগ্নি ফুলকি
বজ্রকণ্ঠ হাঁকে কবি মুক্তি বিনে আর গতি কি?
স্বাধীনতার ডাক যেন ভেসে যায় সমীরে—
সব কোণে প্রতি ঘরে ঘরে।
কবিতার মন্ত্রমুগ্ধে উদ্বেল বাঙালি
মুক্তির তরে জেগে ওঠে সকলি,
যায় যদি প্রাণ কভু না ছাড়িতে চায় মান;
জনস্রোত বহে হয়ে বলীয়ান।
অমর কাব্যের কবির রচা কবিতা
এত শাণিত এতই শক্তি যোগায় রচয়িতা!
লাখো প্রাণ আর সম্রমে আসে
কাঙ্খিত সোনার বাংলা শ্যামলিময় দেশে।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ৭ মার্চ,২০২২
(বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্মরণে)