গগনে উদিত রবি মহা নাম যশে;
কিরণ বসুধা নীড়ে কপোতাক্ষ তীরে,
ক্রমশঃ ছড়িয়ে পরে গোটা বঙ্গদেশে,
বিলেত-ভারতে দ্যুতি খ্যাতি গিরি চূড়ে।
বাঙলা বিলেত ভাষা সাহিত্য আকাশে
সনেটে সুখ্যাতি গাঁথে ছন্দে জাদুকরে,
মহাকাব্য স্রষ্টা রূপ গরিমা দিনেশে।
জমিদার পুত্র তবু বিত্তে মোহ নহে;
ব্যথাতুরে কাটে দিন সায়াহ্ন লগনে,
গৃহ দ্বার বন্ধ তার ক্লিষ্ট কর্ম লহে,
মুখরে আগার আজি কবির কারণে।
দিয়ে গেলে বঙ্গে সব স্বীয় নাহি রহে;
রক্তক্ষরা শ্রদ্ধাঞ্জলি লহ জন্মদিনে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৯ জুন,২০১৯