মহাকালে যবনিকা
(সনেট)
ক্ষনিকে আগম হেথা অতিথির মত,
শক্তিধরে দর্প চূর্ণ দৃষ্টান্ত ধরায় ;
যৌবন বিলুপ্ত হয় ক্রমে অবিরত,
ক্ষমতার দাম্ভিকতা চিরস্থায়ী নয়।
অর্থ বিত্ত ক্ষণস্থায়ী ভিক্ষুকে পতিত,
জনতার গর্ব টুটে জ্ঞাতি উপেক্ষায়;
অন্ধ অহমিকা জনে পতন নিশ্চিত,
যৌবন বিভব শক্তি ক্ষণকাল রয়।
পৃথ্বীর চরম সত্য ভুলে যায় সবে!
সবকিছু কোন ক্ষণে যবনিকা টানে,
অবিনশ্বর নয়কো কোন কিছু ভবে,
মহাকালে ধন জন—যৌবন পতনে।
সুবিশাল বনস্পতি ঝঞ্ঝায় উপড়ে;
মহাশক্তি কালচক্রে তুলা ন্যায় উড়ে।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার
রচনাঃ ৩১ জুলাই, ২০২৪।