মহা বিদ্রোহীর মহা প্রয়াণ
(গীতি কবিতা)
জ্যৈষ্ঠে আগমন ভাদ্রে প্রস্থান
এক মহা বিদ্রোহীর মহা প্রয়াণ।।
জীবন চলার পথ ছিলো বন্ধুর
কখনো জীবন রথ হয়নি মধুর,
গেয়েছেন সদা মানবতার জয়গান।।
দ্রোহে প্রেমে কোমলে কঠোরে
গীত-সংগীতে সাহিত্য বাসরে
নতুন মাত্রার করেন প্রবর্তন।।
জ্বালে বিদ্রোহের দাবানল
আবার ফোঁটায় প্রেমের ললিত ফুল,
'বাঁশের বাঁশরী' এক হাতে
রণতূর্য বাজে অন্যহাতে,
গায় 'সাম্যের গান' মানুষই 'বড় মহীয়ান।।
'বিশ্ব বিধাত্রীর' বড় বিস্ময়
মসজিদ পাশে ঘুমিয়ে রয়,
'মহা প্লাবন সাইক্লোন ঝঞ্ঝা'
মৃত্যুর সাথে লড়াকু পাঞ্জা,
শান্ত আজি গানের বুলবুল
এখনো রয় 'উৎপীড়িতের ক্রন্দন রোল'
হারিয়ে গেছে 'ভাসমান মাইন'।।
রচনাঃ২৭ আগস্ট, ২০২২