কর্ম অর্ণবে সতত ডুবি দিনমানে
শূন্য মমতা ধরাতে ভাবি নিরালায়ে;
আদুরে আঁচলখানি লুকায় গগনে,
নিশিতে প্লাবন বহে দু'টি আখি বেয়ে।
মা বিনে অমূল্য রত্ন কোথা কোন্ ক্ষণে?
নিদ্রা নাহি চোখে মম বেহেস্ত হারিয়ে,
অশ্রুবানে শয্যা ভিজে নিত্য সংগোপনে;
প্রগাঢ় নিকুঞ্জ মম আঁধারে লুকায়ে।
তারই আঁচল নীড়ে নিশিদিন বেড়ে
যাতনায় হে জননী ক্লান্তি নাহি রহে,
অপত্যরে অন্ন দিলে নিজে অনাহারে;
স্নেহের পরশ দাও সব জ্বালা সহে।
বিয়োগ বেদনে আজি কাঁদি সকাতরে;
নিরবধি ঝর্না হয়ে যেন স্রোত বহে।
------- অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১২/০৫/২০১৯
(মাতৃ দিবসে।)