লৌহ মানব
জাতির তৃষা নিবারি সাফল্যের নাম
বঙ্গবন্ধু,এ বাংলার চিত্তের সাহস
অখন্ডিত এক সত্তা চেতনার ধাম
ধর্ম বর্ণ নির্বিশেষে রচেন এ দেশ।
শোষণ নিগড় টুটে পূরে মনস্কাম
পদ্মা মেঘনা যমুনা বহে কীর্তি যশ
একাত্মতার কিরণে বাঙালি উদ্ভাস
নিরাশ আঁধার কাটে আসে মুক্তি শম।
এক বিস্ময় বিজয় দেখা ক্ষণকালে
লৌহ মানব আগমে এ দেশের মুক্তি
নিরস্ত্র ভেতো বাঙালি, জাগে—পায় শক্তি
পুষ্পিত পথে তা' নয়,রক্ত দিয়ে মেলে।
অবাক বিশ্ব বিবেক, জাগ্রত বাঙালি;
লৌহ মানবের মন্ত্রে দীক্ষিত সকলি।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০৪/১২/২০২১