লাশের মূল্য নির্ণায়ক


লাশের মূল্য নির্ণায়ক কর্ম পরিচয়ে
মম দেশে যাই সাম্যের গান গেয়ে।
নারীর খন্ডিত শির পড়ে সাভারে
সেথা এক ভার্সিটি খ্যাতির গিরি চূড়ে।
ছাত্রী লাশ ভেবে উত্তেজনা বাড়ে
সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়ে পড়ে।
নৃশংস হত্যাকান্ডে অগ্নি মূর্তি সবে
চারিদিকে হইচই গুরুত্ব ভনে যবে;
হতভাগী পোশাক কর্মী পরিচয় পায়
নিমেষে সব উত্তেজনা থিতিয়ে যায়!
অন্যথায় রাজপথে উথলে ওঠতো বান,
ন্যায্যতার দাবিতে নির্দ্বিধ দিতে প্রাণ!
শরৎ বাবুর শ্রীকান্তে ইন্দ্রনাথ বলে—
মরার জাত-পাত না হয় কোনোকালে!
সান্ত্বনা বেগম  এক শ্রমজীবী নারী,
জীবিত আর মৃত মূল্য নেই কানাকড়ি।

   রচনাঃ ১২ নভেম্বর, ২০২৪