লালসার বলি
(সনেট)

দিবানিশি নারী শিশু চলে নিপীড়ন,
পামরে লালসা বলি রেহাই না পায়
হিংস্র জানোয়ার ন্যায় শরীর ভক্ষণ!
যৌনাঙ্গ কেটে লম্পট যৌনতা মেটায়!

চলন্ত বাসে নারীর সম্ভ্রম হরণ
অবোধ শিশু জীবন ধর্ষক নিভায়,
ডাকাতির পণ্য রূপে দেহ লুটে নেয়!
স্বজন  সামনে নাশে শরীর জীবন।

আমার সোনার বাংলা  চিনতে না পারি!
লজ্জায় বিচার বাণী নিভৃতে নিথর
আপন জীবন নাশে ঘৃণিত অন্তর,
কোন্ বীজে জন্ম নেয় পশু ভ্রষ্টাচারি!

কেউ নাহি নিরাপদ আপন ভুবনে,
হে,মোর মুগ্ধ জননী! ক্ষান্তি কি মরণে?

   রচনাঃ ২৪ মার্চ, ২০২৫।