—লালসার বলি—
প্রত্যহ খবর আসে যন্ত্রণা ভীষণ!
লাম্পট্য আচার বাড়ে জ্যামিতিক হারে,
জায়া পরিজন গৃহে কু-দৃষ্টি না ফিরে
অসহায়ত্ব সুযোগে সম্ভ্রম হনন।
লালসায় দগ্ধ নারী জ্যান্ত মর মরে,
কুকুর জিভের জল ঝরে নিশিদিন;
দলিতা নীরবে সহে প্রভূত্ব কারন,
অধরা বিচার দ্বার রয় বহুদূর!
প্রায় সমস্ত দলিতা বিত্তহীন ভীত;
অভাবী জীবন হেতু শিরদাঁড়া কৃশ
বিধাতা লিখন ভালে সতত বিশ্বাস,
নিভৃতে বিচার পায় সমাজে নিন্দিত।
জন মাঝে শাস্তি সাজে পাপীষ্ঠের তরে;
মান রক্ষা রীতি ভঙ্গে দায় নেবে কে রে?
রচনাঃ১২/০৪/২০২১