লাল সবুজে দেশপ্রেম
(গীতি কবিতা)
লাল সবুজে দেশপ্রেম আমায়
অাত্ম শক্তির প্রেরণা যোগায়।।
মহান সঙ্গীতে উড়ছে নিশান
গরবে ভরে ওঠে মন প্রাণ,
আবেগী হয়ে পড়ি সবে
আঁখি জল বয়ে অনুভবে,
বিরল বিশ্বাস জাগে হৃদয়।।
কত মমতা ভরা মম দেশ!
চেতনার বহ্নি শিখায় উদ্ভাস,
আনন্দে হৃদয় ছুঁয়ে যায়
এমন ক্ষণে লাগে বিস্ময়!
নতুন প্রজন্ম মাঝে অরুণোদয়।।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৬/১২/২০২১