লাজে মরি সবে

করোনায় প্রাণহানি ঘটে নিশিদিনে;
বিশ্বময় নাহি ঠাঁই ত্রাস সবখানে,
দিশেহারা সবলোক প্রচেষ্টা বাঁচার
সবহারা কেউ কেউ চিন্তায় বেঘোর।

উপশমে ছুটে দ্রুত ব্যাধি নিরাময়ে;
যমে ফাঁদ পাতে যত মুক্তির আলয়ে,
ভূয়াকান্ডে রিজেন্টরা অর্থে গিরি গড়ে;
লন্ডভন্ডে মানবতা জেকেজি উদরে।

বিদ্যুতে ভূত জ্বালা মরে আশীবিষে;
অধরাতে থাকে শঠ শক্তি পায় কিসে?
লাজহীন প্রবঞ্চক  লোক হতাশায়
প্রাণ যাক্ বিত্ত চাই কিসে তার দায়!

কালা অন্ধ মূক সব লুটেরার ভবে;
জ্বালা নিভাতে আসুন লাজে মরি সবে।

   —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ২৭/০৮/২০২০