কুসংস্কার
-----------------
মনের অন্ধ বিশ্বাস যুক্তি নাহি মানে;
সত্যের তুলাদন্ডে নয় আবেগে চলে,
মুক্ত হতে পারেনি কভু শিক্ষিত জনে;
জ্ঞান-বিজ্ঞানও বন্দী কুসংস্কার জালে।
মজ্জাগত অভ্যাসে তিথি-দিবস গুণে
অন্তঃপুরে বদ্ধ নারী ভ্রান্ত প্রথা ফলে;
সতীদাহ নাহি র'ল প্রেতাত্মারা টানে,
কর্ম প্রচেষ্টা ফেলে আশ লভিব ভালে।

সবই লালিত বুঝি স্বার্থসিদ্ধি তরে
মুক্ত বুদ্ধি আচ্ছন্ন সংকীর্ণ মনোভাবে;
মানবতা বিপন্ন রীতি অন্ধত্বে ডুবে,
পশ্চাৎপদ ভূৃমে বাড়ছে সবিস্তারে।
মুক্ত চিন্তা তরে গোঁড়ামীরে দাও বলি;
বাঁচুক জীবন- প্রগতির পথে চলি।

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ২৪/১১/২০১৭
---------------------------------------------