কু-পুত্র

হে কুলাঙ্গার পাপিষ্ঠ! কী করিলে হায়!
বেহেস্ত অবজ্ঞা করে, বরলে দোজখ!
বসুধার রূপ রস যে মাতা দেখায়—
পালালে সড়কে ফেলে  কোথা খোঁজো সুখ?
কম্পিত স্রষ্টা আরশ কু-পুত্রে অন্যায়;
মৃত্যু পথে জন্মদাত্রী  না বুঝলে দুখ!
অভূক্ত থেকে যে মাতা আহার যোগায়—
জন্ম তরে কষ্ট সয়, অন্ধ তব চোখ।
  
পাপ পথে ষোলকলা পূর্ণ করে নিলে!
উধাও  পার্থিব আশে—হেন কর্ম করে;
ঠাঁই  নাই ধরা নীড়ে নাইকো ওপারে,
কু-অপত্য কাম্য নয় কোনো মাতৃ কোলে।
বেহেস্ত-দোজখ রচে মনুষ্য আচারে;
ধরাতে সবই মিলে নিজ কর্মফলে।

   রচনাঃ২২ জুলাই, ২০২২।
(এক কু-পুত্র অসুস্থ মা'কে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ায় এ ক্ষুদ্র প্রয়াস।)