'কুঁড়েঘরে' টাকা

'কুঁড়েঘরে' সিন্ধুক ভর্তি
কোটি কোটি টাকা,
স্বর্ণ আর বিদেশি মুদ্রায়
নাইকো ঘর ফাঁকা।
মানুষ বিহীন সেই ঘরেতে
তাদের অসহায়ে থাকা,
ক্যাসিনো কান্ডের বিত্ত-বিভব
মমতাজ মহল ঢাকা।


   রচনাঃ২৭/০২/২০২০