কুহকের ছলে
ছলনার আশে ভোলা জীবন প্রবাহে
পাওয়ার আতিশয্যে ভাবা সারাক্ষণ,
ফিরবে কেমনে হায়! কাল স্রোত বহে
ক্ষণে ক্ষণে আয়ু যায় শক্তি দিন দিন।
বাসনার তরী ডুবে আসক্তির দহে
উদ্যানে যৌবন-পুষ্প হে প্রমত্ত মন!
নিত্য কি স্বপন সুখে ঝলমলে রহে?
ক্ষণ জ্যোতি জমে মেঘ শেষে নাশে প্রাণ।
মণি মুক্তা যশ লোভে ডুবো অথৈ জলে!
হলো কত আয়ু ক্ষয় অযথায় ব্যয়,
মরীচিকা পিছু ছুটে কাটে কু-আশায়
নিশা শেষে দেখা সব কুহকের ছলে!
হায় রে অবোধ মন! বৃথা অন্বেষণে
শূন্য,তৃষা ক্লেশে চলা অন্তিম গমনে।
রচনাঃ২১ জুলাই, ২০২২