কৃতঘ্ন পদলেহী
চষে চলে এ সমাজ শোষণ শাসনে;
মরে যায় মানবতা পিশাচের লোভে,
নিষ্পেষিত প্রাপ্য মান দাম্ভিক তান্ডবে
আশীবিষ ফণা তুলে উদ্যত দংশণে।
ক্ষণিক শক্তি ভাবে না—পাশব পান্ডবে
কৃতঘ্ন পশুর দল চিনে না কুক্ষণে,
ক্ষমতার পদলেহী কুকুর এ ভবে
চকিতে অতীত ভুলে যত অর্বাচীনে।
কোন্ প্রবৃত্তির লাগি বেড়াজালে ওরা
কেন এ নিষ্ঠুর কান্ড কেন পরিহাস?
পাশবিক এ আচারে কাঁদে প্রীতি ধরা,
আর্তনাদে ভারী হয় আকাশ বাতাস।
বাঁধ প্রশান্তির ঘর করো পদাঘাত;
অকৃতজ্ঞ পদলেহী হোক কুপোকাত।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ১২ মে,২০২২