কৃতঘ্নতা
( সনেট)
বয়ে চলা নদী সম চলিষ্ণু জীবন;
বাঁকে বাঁকে থাকে তার নানা ইতিকথা,
মানব কল্যাণে যত চেষ্টা প্রাণপণ
হৃদয় বিলিয়ে দিতে অকৃপণ হেথা।
দু'টি হাত ভরে দাও লবে অকৃপণ;
যত পারো দাও আরো নিতে দোষ কোথা!
অপর নিঃস্বার্থ সেবা প্রাপ্য নিতি দিন!
দাতার মন্দ সময় কী চিন্তা অযথা।
এ সমাজে বহু মেলে কৃতঘ্ন মানুষ,
অন্যে শুধু দিয়ে যাবে দায় নেই তার!
ফুরালে মধু সামর্থ্য, তুমি কোন্ দাস?
কোন্ ক্ষণে ত্রাতা তারে করেছে উদ্ধার!
বারেক ফেরে না কভু নেই অভিলাষ ;
হাত যবে ছিলো শিরে আহা! কত ভিড়,
সামর্থ্য হারালে পরে বনে জিন্দা লাশ!
মধু আশে সবে ঘোরে শক্তি চারিধারে ;
বয়ে যাওয়া সময়ে কৃতঘ্ন না ঘোরে।
রচনাঃ ০৩ অক্টোবর, ২০২৪।